আপনি হৃদরোগে ভুগছেন, চিকিৎসকের পরামর্শমত ওষুধপত্র সেবন করছেন কিন্তু আপনার বুকের ব্যথা লাঘব হচ্ছে না। এ অবস্থায় আপনার আবারও চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার কারণ আপনার চিকিৎসা সঠিক হচ্ছে না বলেই ধরে নিতে হবে। হৃদরোগ যদিও আরোগ্য হওয়ার মতো কোনো অসুস্থতা নয়, তবুও চিকিৎসা গ্রহণের একটা মূল উদ্দেশ্য হলো হৃদরোগের উপসর্গ থেকে মুক্ত থেকে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখা। অপ্রতুল চিকিৎসাই এ ক্ষেত্রে বুক ব্যথার মূল কারণ হতে পারে। হৃদরোগ চিকিৎসায় ওষুধপত্রের সঙ্গে সঙ্গে আপনার জীবনধারা পরিবর্তন এবং...

